
আগেই বলে নিচ্ছি কেননা আপনারা পরে ভুলে যান। বাকি বন্ধুদের সাহায্যের উদ্দেশে লাইক আর শেয়ারটা মনে করে করে দেবেন। শুরু করছি আজকের বিষয় –
নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই chalokolkata.com এ স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন না যে শেক্সপিয়র তিনটি কথা বলে গেছেন তার মধ্যে একটা কথা হলো এই পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যাবে শুধু রয়ে যাবে ভালোবাসা আর রয়ে যাবে প্রেমিক ও প্রেমিকার প্রেম। যত দিন এই পৃথিবী আছে ততো দিন প্রেম থাকবে। সৰ শেষ হয়ে যাবে সব এক দিন ধ্বংস হয়ে যাবে তবে বা ভালোবাসা থাকবে, প্রেম থাকবে। আমাদের জীবনে এখন প্রেমের আদান প্রদান এর একমাত্র মাধ্যম এস এম এস। এই এস এম এসের অনেক পদ্ধতি আছে আমাদের এই দৈনন্দিন জীবনে। তার মধ্যে অন্যতম হলো আমাদের হোয়াটস্যাপ আর ফেসবুক।এই হোয়াটস্যাপ আর ফেসবুক এর মতন আরও আছে কিন্তু এই দুটোই সব প্রাধান্য পায়।
আজ আমি তোমাদের সুন্দর সুন্দর রোমান্টিক এস এম এস এর কথা বলবো যা তোমাদের অনেক কাজে লাগবে ও অনেকটাই ভালো লাগবে।
ভালোবাসার এস এম এস করার জন্য বা আমাদের ভালোবাসাকে এস এম এস করার জন্য কোনো দামি ফোন এর দরকার পরে না নরমাল ফোন এই সেটা করা সম্ভব। হোয়াটস্যাপ ফেইসবুক না থাকলেও চলবে কারণ আমরা এখনো সেই নরমাল টেক্সট এর ওপর অনেক বিশ্বাস আর অনেক প্রেম আছে। আর এই বিশ্বাস নিয়েই আমরা বাঁধবো আমাদের ভালোবাসার ঘর এস এম এস এর সাথে।
1. ভালবাসা সে তো তোমায় না বলা অনেক কথা যা বলতে গিয়েও বলতে পারি না,ভালবাসা সে তো অবাক নয়নে তোমার দিকে তাকিয়ে থাকা সারা বেলা দেখলেও মন ভরে না।
2. জীবন হলো জলের নৌকা, কখনও সুখের পাল তুলে, কখনও দুখের স্রোতে ভাসে, কখনও ছুটে যায় ভালবাসার টানে,কখনও থেমে যায় অজানা অভিমানে।
3. স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,আজ গান বেধেছি তোমার দেওয়া সূরে ,জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,তবুও তুমি আছো আমার হৃদয় জুড়ে ।
4. ভালবাসা সে তো জলে ভাসা সর্বনাশা,ভালবাসা সেতো শিমুল তুলার উড়াউড়ি, ভালবাসা সেতো আমি আকাশ আর তোমি নীল ঘুড়ি।
5. ভালবাসা মানেই সম্রাট সাজাহানের তাজমহল নয়,কিছু কিছু ভালবাসা কুঁড়েঘরেও হয়।
6. ধোয়া,টাকা আর ভালোবাসা তিনটার কোনটাই চেপে রাখা যায় না।
7. যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে,তবে চলে যেও নীল আকাশের বুকে,,,আমি রুপালি এক তারা হয়ে,থাকবো তোমার পাশে !
8. আমার আবেগ শূন্য এ নগরিতে.. নিঃশ্বাস ফেলতে তোমি এসো না, নিস্তদ্ধতা তোমায় গিলে খাবে।
9. ভালোবেসে অনেকেই ভালোবাসা পায় না, ভালোবাসি বললেই ভালোবাসা যায় না, ভালোবেসে ভালোবাসা কয় জনে পায় ? তবুও তো সকলেই ভালোবাসা চায় ।
10. আজ দুরত্ব বন্ধনে তুমি আর আমি সময়ের গতিতে একদিন সত্যি খুব কাছা কাছি চলে আসবো ।
The post রোমান্টিক এসএমএস – Romantic Sms In Bengali appeared first on Chalo Kolkata.