
আগেই বলে নিচ্ছি কেননা আপনারা পরে ভুলে যান। বাকি বন্ধুদের সাহায্যের উদ্দেশে লাইক আর শেয়ারটা মনে করে করে দেবেন। শুরু করছি আজকের বিষয় –
নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই chalokolkata.com এ স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা আজ বছরের শেষ দিন। আজ আমাদের ছেড়ে চলে যাবে ২০১৯ তার সাথে সাথে সব সুখ দুঃখ নিয়ে আসবে 2020।
দেখতে দেখতে চলে এল ২০২০। আর যা কিছু নতুন, তাকে ঘিরে আমাদের মনে থাকে ভরপুর উত্তেজনা। ২০২০ নিয়েও কিন্তু কম চর্চা হয়নি। কেমন যাবে? কী কী নতুন ঘটনা ঘটতে পারে, নিজেকে কতটা পালটাতে পারেন, এই নিয়ে জল্পনার শেষ নেই। সবার সামনে বা সবার মনে একটাই কথা ঘোরপাক করছে যে কেমন যাবে , কি হবে , কি খারাপ হবে , কি ভালো হবে ইত্যাদি ইত্যাদি।
দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে শেষ হলো বছর। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হলো আরও একটি খ্রিস্টিয় বছর। সকালের সূর্যটা নতুন না হলেও ক্ষণটি একেবারেই নতুন।সকালের সূর্যটা নতুন না হলেও ক্ষণটি একেবারেই নতুন। নতুন বছরের শুরুতেই তাই সবাইকে শুভেচ্ছা, সেই সাথে থাকছে মন, মনের সুস্থতা এবং এই সম্পর্কিত কিছু কথা, বইয়ের কচকচানি নয়। নতুন বছর উপলক্ষে একজন মনোরোগ চিকিৎসকের পক্ষ থেকে সাধারণ কিছু কথা।
একজন মানুষ বাঁচে নিজের জন্য, তার পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং সমগ্র মানবজাতির জন্য। এর প্রতিটি ক্ষেত্রেই যথার্থ ভূমিকা পালনের জন্য দরকার সুস্থ দেহ, সুস্থ মন। (প্রকৃতপক্ষে দেহ এবং মন আলাদা কিছু নয়, তবু বোঝার সুবিধার্থে আলাদা ভাবেই ধরে নিচ্ছি)। দেহের সুস্থতার জন্য যেমন অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় বা চলা উচিৎ, মানসিক সুস্থতার জন্য তেমনই বেশ কিছু নিয়ম মানতে হয়, মানা উচিৎ। এসবের অনেক কিছুই এতো ছোটখাটো ব্যাপার যে, আমরা আলাদাভাবে তাদের অস্তিত্বই হয়তো বুঝি না। অথচ, এসবই জন্ম দিতে পারে যন্ত্রণার এক বিরাট মহীরুহের– যার ফলে নষ্ট হয় একটি জীবন এবং তার উপর নির্ভরশীল সবকিছুই। নতুন বছরের শুরুতেই তাই জেনে নেওয়া যাক অল্প কিছু কথা- কি কি আমাদের লক্ষ্য রাখা উচিৎ, কি কি পরিবর্তন করা উচিৎ, পরিবর্তন করলে কি সুবিধা ইত্যাদি ।
নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে এল একটি নতুন বছর: 2020 খ্রিষ্টাব্দ। অর্জন-ব্যর্থতা, সুখ-দুঃখ সবকিছু নিয়ে ইতিহাসের গর্ভে চলে গেল ২০১৮। ভুলত্রুটি ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, আরও নতুন নতুন সাফল্যময় অর্জনের প্রয়াসী হওয়ার সংকল্প নিয়ে নতুন বছর শুরু করার এই মুহূর্তে আমরা আমাদের পাঠক, লেখক, শুভানুধ্যায়ী সবাইকে শুভেচ্ছা জানাই। ! Happy New Year 2020
যদিও পয়লা বৈশাখ বাঙালিদের মানে বাংলার নতুন বছর হলেও NEW YEAR এর মোজাটাকেই একটু আলাদা। আমরা যারা খাঁটি ভোজন রসিক বাঙালি আছি তারা যেমন পয়লা বৈশাখ এ খেয়ে দিয়ে সারি আর পাঞ্জাবিতে আবদ্ধ হয়ে আনন্দ করে ঠিক NEW YEAR এর সময় স্টাইলিশ জামা কাপড় জিন্স প্যান্ট শার্ট কোর্ট জ্যাকেট ইত্যাদি পরে ডিস্ক নিঘ্ত ক্লাব এ যাওয়া ভালো মন্দ খাওয়া ইত্যাদি লেগে থাকে। আমরা এই Happy New Year 2020 এর জন্য কিছু ভালো ভালো ম্যাসেজ সোহো শুভেচ্ছার বার্তা আপনাদের সামনে তুলে ধরবো।
২০২০ যখন এসেই পড়েছে, কাছের মানুষকে একটা শুভেচ্ছাবার্তা তো পাঠাতেই হয়। প্রিয়জনদের একটু মনে করিয়ে দিন না, আপনি তাদের কথা কতটা ভাবছেন। আর কাছের মানুষ যদি দূরেও থাকে অনেক, আপনার একটা শুভেচ্ছাবার্তাই কিন্তু অনেকটা মন ভাল করে দিতে পারে তাদের।
1 .নতুন দিনের নতুন আলো, দূরে নিয়ে যাক নিকষ কালো । নতুন সূর্য নতুন প্রানে, বাজাও বাধ্য জীবন গানে । কাটুক আঁধার আলোর টানে, মেতে উঠুক মন নতুন প্রানে। হেপি নিউ ইয়ার। Happy New Year 2020
2 .একটি সতুন সকাল, কিছু সুন্দর স্বপ্ন,এক মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি, আর কিছু স্বপ্নিল সৃষ্টি , এই নিয়ে শুরু হোক আগামির দিন । হেপি নিউ ইয়ার 2020।
3 .স্বপ্ন সাঁজাও রঙের মেলায়, জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে ,নতুন সুরে নতুন গান। নতুন আশা জাগাও প্রানে,খুজে নাও বাঁচার মানে। সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। Happy New Year 2020
4 .নবরুপে সাজো, সাঁজাও মনটা নতুন রঙে , মুছে ফেলো মন থেকে দুঃখ বেদনার সৃতি । নব ছন্দে এগিয়ে চলো , শুভ ইংরেজি নববর্ষ 2020। Happy New Year 2020
5 .নবীন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই এই ধরণী লোকে । আনন্দ মনে বারিনু তোমাকে, আগাম শুভেচ্ছা জানাই সাধরে । নতুন বছরের শুভেচ্ছা ।Happy New Year 2020
6 .নতুন পোশাক, নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি।নতুন বছরের শুভেচ্ছা। Happy New Year 2020
7 .নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা । হানা-হানি বেধাবেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি । সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । Happy New Year 2020
8 .বছর শেষের ঝরা পাতা, বললো উড়ে এসে । একটি বছর পেরিয়ে গেলো, হাওয়ার সাথে ভেসে । নতুন বছর আসছে তাকে, যতন করে রেখো । স্বপ্ন গুলো সত্যি করে, ভীষণ ভালো থেকো। Happy New Year 2020
9 .আসছে নতুন বছর, সবাইকে জানাই সুখবর , সবার মনে আনন্দ, তবে কেন মুখ বন্ধ , জোরে জোরে বলা দরকার, হেপি হেপি নিউ ইয়ার । Happy New Year 2020
10 .নতুন বছর নতুন ভাবে, নতুন সাঁজে নতুন কাজে , নতুন আনন্দে, নতুন ভালোবাসায়, নতুন সম্ভাবনায়, ছুঁয়ে যাক তোমার হৃদয় ”। Happy New Year 2020
শেষ কথা
নতুন বছরের শেষ আর শুরুর দিনের সময়টা অনেকে নানারকম পরিকল্পনা বাস্তবায়নে ব্যাস্ত। আমি ঠিক ততোটা আধুনিক হতে পারি নি বলেই হয়তো সারা জীবন এই দিনগুলিতে পরিবার আর বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় আর ভালোমন্দ কিছু খেয়ে সময়টা কাটিয়েছি। এবারও তার খুব একটা ব্যতিক্রম হচ্ছে না। তবে বছরের শুরুর দিনটা ছুটির দিন বলে খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক শুভচ্ছা। নতুন বছরে সবার মনের ইচ্ছা পূরণ হোক। Wish You Happy New Year to All of You
The post নতুন বছরের শুভেচ্ছা 2020 – New Year Sms In Bengali Language appeared first on Chalo Kolkata.